“বাঁধ ভাঙ্গার প্রত্যয়” স্লোগানে পান্না গ্রুপের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বাধার “বাঁধ ভাঙ্গা”র প্রত্যয়” এই স্লোগানে উজ্জীবিত হওয়ার শপথ নিয়ে দেশের স্টোরেজ ব্যাটারী উৎপাদন ও রপ্তানিকারক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঢাকা বিভাগের ডিলার সম্মেলন বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লোকমান হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)আশরাফুল হক, গ্রুপের সিইও মোঃআবু সায়েদ ও সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জিএম অজয় কুমার দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিভাগের প্রায় একহাজার ডিলার ও প্রতিনিধিরা ব্যবসার নানান সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ লোকমান হোসেন দেশে দুই বছরেরও বেশী সময় করোনার মন্দা কাটিয়ে না উঠতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক সংকটে দেশের গ্যাস, বিদ্যুৎ সমস্যার উল্লেখ করে বলেন, আমরা ব্যবসায়ীরা এখন অর্থনৈতিক লড়াইয়ে কঠিন সময় অতিক্রম করছি। সমস্যা সমাধানে সরকারের চেষ্টার পাশাপাশি সংকট কাটাতে আমরাও অধিক পরিশ্রম ও উৎপাদন বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি নানান সমস্যা সত্বেও ডিলারদের আন্তরিকতায় ধন্যবাদ জানান।
সম্মেলনে তিনি ঢাকা বিভাগের সেরা ডিলার দের মধ্যে ক্রেষ্ট, সনদ ও বিদেশ ভ্রমনের এয়ার টিকেট তুলে দেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।