মহেশখালীতে মাটিসহ ডাম্পার জব্দ

মহেশখালী উপজেলার শাপলাপুর বিটের অধিনস্থ হোয়ানক ছনখোলা পাড়া এলাকা হতে মাটি উত্তোলন করে পাচারকালে একটি ডাম্পার গাড়ী জব্দ করেছে বনবিভাগ।

১৭ জানুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে ১২ টার সময় শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়ার এর নেতৃত্বে কালারমারছড়া বিট কর্মকর্তাসহ বিটের এক ইউনিট ষ্টাফের অভিযানে মাটি টানার সময় মাটি ভর্তি ডাম্পারটি আটক করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন বলে শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নিশ্চিত করেছেন।

আটক ডাম্পার গাড়ী করে মাটি বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল একদল ভূমিদস্যুরা।

আরও পড়ুন