উখিয়ায় ছোট ভাইয়ের কবজি কেটে নেওয়া বড়ভাই পুলিশের হাতে আটক
কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া বড় ভাইকে অবশেষে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। আটক আব্দুর রহিম প্রকাশ রহমান (৩৬) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা হাজী শের আলীর ছেলে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে আপন সৎ ছোট ভাই মোহাম্মদ আবদু (৩২) এর বাম হাতে ধারালো দা দিয়ে রহমান আঘাত করলে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন,এস আই সাজ্জাদের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি টিম দীর্ঘ দিন প্রচেষ্টার পর নিজ ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়া রহমানকে অবশেষে গ্রেফতার করে।
তিনি আরো জানান, ৩২৬,৩০৭,৪২৭ ও ৫০৬ ধারায় উখিয়া থানায় গত ০৯ জুলাই দায়ের করা মামলা যার নং-৫৩ ( পেনাল কোড- ১৮৬০) এর পলাতক আসামী গ্রেফতারকৃত রহমান। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অভিযুক্ত সৎ ভাই আটক হওয়ায় পুলিশ কে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন হামলার শিকার মোহাম্মদ আবদু।