বান্দরবানের লামা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানের লামায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে লামা উপজেলা,পৌর শাখা ও সরকরি মাতামুহুরী কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। জেলা নেতাদের আগমনে জেগে উঠেছে তৃণমূল ছাত্রলীগ। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সর্বত্র উৎসবের বন্যা বইছে। সম্মেলনকে ঘিরে ছাত্রলীগ নেতা – কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ। নেতা কর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ।

এ উপলক্ষে প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মংক্যহ্লা মার্মার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউচার সোহাগ, এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম বেবী সাধারন সম্পাদক বান্দরবান জেলা আওয়ামীলীগ ও মেয়র বান্দরবান পৌরসভা।

সম্মেলনে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী।

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ শাহীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া,জেলা যুবলীগের আহ্বায়ক ক্যালু মং মার্মা,লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা,সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,সাধারন সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ,পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিক সহ উপজেলা ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রমূখ।

বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।দলীয় কর্মী সহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।আগামি নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখতে হবে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়। সম্মেলনে লামা সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,উপজেলা ছাত্রলীগ ও ৭ ইউনিয়ন ছাত্রলীগের নেতা – কর্মী সমর্থক সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ শাহীন জানান,২০১৭ সালে লামা উপজেলা ও পৌর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৮ পর্যন্ত এ খবর লেখা পর্যন্ত নতুন কমিটি ঘোষনা হয়নি।

আরও পড়ুন