গোপন সংবাদে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ এমদাদুল ইসলাম প্রকাশ ইমতিয়াজ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবক এমদাদুল ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার ৮ নম্বর ওয়ার্ডের মুড়ার পাড়ার দক্ষিণ মেহেরনামা এলাকার মো. ইদ্রিসের ছেলে।
শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় পৌরসভার কালি মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধ্য রাতে অভিযান চালিয়ে পৌরসদরের কালি মন্দিরের সামনে থেকে ১৮ হাজার ইয়াবাসহ এমদাদুলকে গ্রেপ্তার করা হয়।
মামলা রুজু করে আজ রবিবার (২৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।