দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার পরেও ১৮ বছর পরে অনুষ্ঠিত হলো কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন ও কাউন্সিল।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২০ জুলাই) কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল স্বাক্ষরিত কমিটিতে কক্সবাজার জেলা যুব মহিলালীগের সভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনাকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রোমানাকে।
ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে নারী উদ্যোক্তা হাসিনা আক্তার রিতা, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাসরিন জাহান শাওনকে।
কক্সবাজার জেলা যুব মহিলালীগের নবনির্বাচিত সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ও সাধারণ সম্পাদক তসলিমা আক্তার রোমানা বলেন, আগামী জাতীয় নির্বাচনসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করবে জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এক যোগে কাজ করবে তারা। আগামীতে নারীর উন্নয়ন ও সমাজে পিছিয়ে পড়া সাধারণ মানুষের পাশে নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখবেন এবং তারা সকলের কাছে দোয়া কামনা করেন।
এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে বহুল প্রত্যাশিত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলার পর্যায়ের যুব মহিলা লীগের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠে সম্মেলনস্থল।
এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। উদ্বোধক ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, যুব মহিলা লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, কক্সবাজার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট বিষয়ক কর্মকর্তা আফরোজ মনসুর লিপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা ও নারী নেত্রী তাসলিমা আকতার রোমানা।
কমিটি নিয়ে বনাবনী না হওয়ায় এইদিন ঘোষণা হয়নি নতুন কমিটি। সাধারণ কর্মীদের মাঝে এই নিয়ে ক্ষোভ বিরাজ করেছিল।