উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৮ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
১৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন ক্যাম্প-১০ এর এইচ/৩০ ব্লকস্থ পাহারা ঘর সংলগ্ন কাঁচা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ক্যাম্প ৮ ইষ্ট এর বি ব্লকের এফডিএমএন সদস্য সৈয়দ আলমের পুত্র মোহাম্মদ এরশাদ (১৯)কে আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত মাদকসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ৮ এপিবিএনের এই কর্মকর্তা।