উখিয়ায় যুবকের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার
উখিয়ায় ফ্যানের সাথে ফাঁস লাগনো জসিম উদ্দিন (২৮) নামের এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ জুলাই (মঙ্গলবার) উপজেলার রত্নাপালং ইউনিয়নের ফৈজাবাপের পাড়ায় যুবকের নিজ বসতবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার জয়নাল আবেদিন প্রকাশ জনু বলির ছেলে বলে জানা গেছে।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান আরা এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ডাম্পার ( মিনি ট্রাক) চালিয়ে জীবন নির্বাহ করে আসছিল। তার ২ ছেলে ও একটা স্ত্রী নিয়ে সুখের সংসার চলছিলো। কিন্তু হঠাৎ অন্য একটি মেয়ে সাথে তার সম্পর্ক গড়ে উঠে ও বিয়ে হয়। যার কারণে পারিবারিক অশান্তি শুরু হওয়ায় বিয়ের এক বছর হলেও জসিম তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেনি। হঠাৎ অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ সঠিকভাবে বলতে পারেননি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা কি আত্মহত্যা না হত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।