কুতুবদিয়ায় জাহাঙ্গীর চোর গ্রেপ্তার

কুতুবদিয়ায় মাটির দেয়াল কেটে ঘরে ঢুকে চুরি করার সময় জাহাঙ্গীর আলম নামের এক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
উপজেলার দক্ষিণ ধুরুং শীল পাড়ায় চন্দন কান্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ধৃত চোর দক্ষিণ ধুরুং ইউপির সাবেক মেম্বার বশির আহমদের পুত্র।

বাড়ির মালিক চন্দন কান্তি শীল জানান, শুক্রবার রাত প্রায় ২টার সময় দেয়াল কেটে ঘরে ঢুকে মালামাল বের করছিল জাহাঙ্গীর। এসময় টের পেয়ে চোরকে ঝাপটে ধরে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশিরা এসে ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জানে আলম সিকদার জানান, আটক জাহাঙ্গীর চোর বিভিন্ন সময়ে ধুরুংবাজারে দোকানেও চুরি করেছে।

শাহ হাজির পাড়ার বাসিন্দা ও পিতা মছুদুল্লাহ হত‍্যা মামলার বাদী মোহাম্মদ বেলাল বলেন, তার পিত‍া হত‍্যায় পেশাদার চোর জাহাঙ্গীর জড়িত রয়েছে। তিনি এই চোরের নাম অনেক আগেই আদালতের জবানবন্দিতে জানিয়েছেন। ধৃত চোরকে তিনি তার পিতা হত‍্যা মামলার আসামী হিসেবে নাম অন্তর্ভুক্তির দাবি জানান।

কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই)আবুল মনছুর মির্জা বলেন, আটক চোরের বিরুদ্ধে গৃহকর্তা চন্দন কান্তি বাদি হয়ে মামলা করেছেন। প্রক্রিয়া শেষে ধৃত চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন