কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি প্লাস) কাজ শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, লেমশীখালী ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
এসময় উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মুস্তাইন বিল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ১৯৮ দিনের এ কর্মসূচিতে ৬ ইউনিয়নে ৩ হাজার ৬৭০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান।