লামায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন বীর বাহাদুর
লামায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন-বীর বাহাদুর এম.পি.এম.বশিরুল আলম, লামা বান্দরবানের লামায় সাম্প্রতিক সময়ে স্মরণ কালের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
মঙ্গলবার (১৪আগস্ট) সকাল ১১ ঘটিকায় লামা উপজেলা প্রশাসন মাঠে দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও লামা পৌরসভার সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ,ঘর-বাড়ি বিধস্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
সূত্রে জানায়, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ লামা পৌর এলাকায় ২৮০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২০০শত পরিবারের মাঝে ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কাইসার, এএসপি লামা সার্কেল মো:আনোয়ার হোসেন, লামা থানা ওসি মোঃ শেখ শামিম, ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ছাচিং প্র মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, ওমর ফারুক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।
প্রসঙ্গ গত ৬ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪দিন-রাত লামায় বন্যায় প্লাবিত হয়। ওদিন মাতামুহুরী নদীর পানি বিপদসীমা ১১.৯৬ সে:মি: এর উপর দিয়ে আরো ৬ ফুট উচু হয়ে পানি প্রবাহিত হয়।