মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কঠোর মেয়র খোকন
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন পবিত্র রমজানে বাজার দর ও যানজট নিরসনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। পৌর প্রশাসনকে সাথে নিয়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে তিনি ছুটে চলছেন পৌর বাজার ও আবাসিক এলাকার অলিগলি।
সোমবার (৩ এপ্রিল) সরেজমিন পৌর বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা বাজার লেনে পণ্যের মূল্য তালিকায় রয়েছে নানা গরমিল। এসময় মেয়র রেজাউল করিম খোকন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা গরু মংস ও পোল্ট্রি মুরগির ক্ষেত্রে সরকার ঘোষিত দর রাখার কঠোর নির্দেশ দেন। এছাড়া পৌর এলাকার বিভিন্ন সড়কে যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
বারইয়ারহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা জানান, প্রথম রমজান থেকে নিয়মিত বাজার মনিটরিং এবং পৌরসভার সকল সড়ক যানজটমুক্ত রাখতে মেয়র মহোদয় কঠোর অবস্থান নিয়েছেন। এখানে কোন সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে পারবে না। যত্রতত্র বাজার বসানো এবং ফুটপাত দখলেরও সুযোগ থাকছে না।
মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘শুধু রমজান মাস নয়। পুরো বছরজুড়ে বাজার দর স্থিতিশীল রাখা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে অস্থায়ী জনবল নিয়োজিত থাকবে। আমরা নিজেরাও নিয়মিত মনিটরিং করবো।’