বোয়ালখালী উপ-নির্বাচনে ৬ প্রার্থীর ৩জনই বাতিলের খাতায়
ছয় প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল হওয়ায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে এখন তিন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন। বুধবার (২৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিনজনের প্রার্থীতা বাতিল করেন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী।
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী তা জমা দেননি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি হওয়ায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।