মাদক সেবনের দায়ে চুয়েটের ৪ শিক্ষার্থী ১ বছরের জন্য বহিষ্কার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে আগামি এক বছরের জন্যে বহিস্কার করা হয়েছে। চুয়েটের বাসে মাদক সেবনের বিষয়টি প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সিন্ধান্ত নেয়া হয়েছে। এই এক বছরে তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে। সেই সাথে হলে অবস্থান করতে এবং হল এলাকায় প্রবেশ করতে পারবেনা।

বহিস্কারকৃত চার শিক্ষার্থী হলেন ইমরান হাসান মুরাদ (আইডিঃ ১৭০৩১২৮), প্রত্যয় দেব (আইডিঃ ১৭০৩০৮২), আকিব জাবেদ আসিফ (আইডিঃ ১৭০৩১১১), আমানত উল্লাহ (আইডিঃ ১৭০৩১১৪)। চারজনই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

চুয়েট বাসে মাদক গ্রহণ নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছে চুয়েট শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে কয়েকমাস ধরে চুয়েট বাসে মাদক অভিযান চালিয়ে আসছেন চুয়েট প্রশাসন। গত ১৩ই ডিসেম্বর ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান চুয়েট ছাত্রকল্যাণ দপ্তর এবং বিভিন্ন হলের প্রভোস্টদের নিয়ে একটি শিক্ষক-দল। এসময় উল্লেখিত চারজনকে বাসে মাদক (হুইস্কি) গ্রহণরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তারা।

পরে গত ১৪ই ডিসেম্বর জরুরী ডিসিপ্লিন কমিটির সভা ডেকে তাদেরকে শোকজ করা হয়। শোকজের জবাবের প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি ডিসিপ্লিন কমিটির ২৫৩তম সভায় মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তবে বহিস্কারের বিষয়টি প্রকাশিত হয় ১৭ জানুয়ারি বিকেলে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মাদকের বিরুদ্ধে চুয়েট প্রশাসন সর্বদাই জিরো টলারেন্স নীতিতে আছেন। আমাদের এই মাদক বিরোধী অভিযান সর্বদাই চলমান থাকবে’।

আরও পড়ুন