দোহাজারীতে জব্দবৃত ২৮ কেজি জাটকা এতিমখানায় বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই জাটকা স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

চন্দনাইশ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের আওতায় বুধবার (৪ জানুয়ারি) সকালে দোহাজারী কাঁচা বাজারে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

অভিযানে জাটকা বিক্রির দায়ে দোহাজারী কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী প্রদীপ জলদাস, সুভাস জলদাশ ও বাচাকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সোলতান আহমদ প্রমূখ।

সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিনের নেতৃত্বে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।