হাটহাজারীতে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরে কাচারি সড়কে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

এসময় পৌরসভার বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই উচ্ছেদের ফলে বাজারে সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাছাড়া জনগনের চলাচলে দুর্ভোগ কিছুটা কমবে। ফুটপাত দখল মুক্ত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হাটহাজারী পৌরসভার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন। কোন ভাবেই যেন ফুটপাত আবার অসাধু ব্যবসায়ীদের দখলে চলে না যায়, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন পৌরবাসী।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, হাটহাজারী পৌরসদরে কাচারি সড়কটি একটি ব্যস্ততম সড়ক। এই সড়কের দুইপাশে ফুটপাত দখল করে ভাসমান দোকানসহ দোকানের সামনের অংশ সম্প্রসারণ করে ব্যবসা পরিচালনা করছিলো দোকানদারেরা। এতে যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীরা চলাচলে ভোগান্তিতে পড়েন। এর পরিপ্রেক্ষিতে দোকানদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে নির্দেশনা প্রদান করা হয়েছিলো। কিন্তু অধিকাংশ দোকানদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাজাহান, পৌর কর নির্ধারক মো. নিজাম উদ্দীন, মনোয়ার সহ মডেল থানার পুলিশ এএসআই আবুল কালাম ও তার সঙ্গীয় ফোর্স।

আরও পড়ুন