চট্টগ্রামের বাঁশখালীতে ১শ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যায় অন্তত আরো তিনজন মাদক কারবারি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছফিরের দোকানস্থ জনৈক জনু মিয়ার ভাড়া দোকানের ভিতর অভিযান পরিচালনা করে এ মদ জব্দ পূর্বক একজনকে গ্রেপ্তার করা হয়।
হাতেনাতে গ্রেপ্তারকৃত মাদক কারবারির একজন একই উপজেলার কালিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেদু চৌধুরী বাড়ির মৃত বজল আহমদের পুত্র মো. নুরুল আলম (৪৮)।
পালিয়ে যাওয়া অপর তিনজন হলেন- পালেগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের ছলিয়া বাপের বাড়ির মৃত ওয়াজ উদ্দিনের পুত্র মো. নজরুল ইসলাম (৩৬), ৮নম্বর ওয়ার্ড এলাকার মৃত দেলোয়ার মিয়ার পুত্র মোজাম্মেল হক লিটু (৪৫), ৯নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের পুত্র মো. ইসমাইল।
বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ‘গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ১০০ লিটার দেশীয় চৌলাই মদসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।