পটিয়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল

পটিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু সফলভাবে উদ্বোধন করায় চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সীতাকুন্ডের বিএম ডিপোতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা কামনা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দুর্যোগ মুক্তিতে দোয়া কামনা করা হয়।

রবিবার সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল মামুন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।

প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যকরি সদস্য এসএমএকে জাহাঙ্গীর, নুর হোসেন, আহমদ উল্লাহ, ফারুকুর রহমান বিনজু, কামরুল ইসলাম, এসএম রহমান, শাহজাহান চৌধুরী, গোলাম কাদের, মো. মহিউদ্দিন চৌধুরী, সনজয় সেন, ওবায়দুল হক পিপলু, আ.ন.ম. সেলিম ও কাউছার আলম।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, বর্তমান সময়ে দেশের তিনটি খবরের মধ্যে দুইটি বেদনাদায়ক ও ১টি আনন্দদায়ক। এরমধ্যে বিশ্বব্যাংক ও চায়না পদ্মা সেতু নির্মাণে ঋন দিতে চেয়েছিল। কিন্তু দেশী-বিদেশী নানা ষড়যন্ত্রের কারণে ঋন সংস্থা তাদের অবস্থান সরে যায়। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য অনড় ছিলেন। শেষ পর্যন্ত দেশের টাকায় সর্বোচ্চ ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের দরবারে বাংলাদেশের বড় ধরনের সাফল্য হিসেবে ইতিহাস হয়ে থাকবে।

আরও পড়ুন