‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক নাছরীন আক্তারের আয়োজনে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, সাবেক ইউ.পি সদস্য যথাক্রমে- মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, ইস্কান্দর মিয়া, আ.লীগ নেতা ওসমান আলী, ঠিকাদার শাহজাহান, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন, টিকাদানকারী কর্মকর্তা আইভীন আফরোজা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ”শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণসহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর, তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।”