এসএসসি ২০২২ : চট্টগ্রামের পটিয়ায় প্রথমদিনে অনুপস্থিত ৭১ শিক্ষার্থী

কয়েক দফা পিছিয়ে অবশেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন কেন্দ্র মিলিয়ে ৭১জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এদের অধিকাংশই মেয়ে এবং বাল্য বিয়ের শিকার বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন।

উপজেলার ৮ এসএসসি, ১টি কারিগরি এবং একটি মাদ্রাসা কেন্দ্রে ৬৬৭২ জন এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এ উপজেলার ৮ কেন্দ্র, কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন ১টি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন ১টি কেন্দ্রে অংশ নিয়েছে মোট ৭৫৬৯ জন পরীক্ষার্থী । এদের মধ্যে ছাত্র ৩৫৯০ এবং ছাত্রী ৩৯৭৯ জন।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এবং একাডেমিক সুপারভাইজার বাবুল দে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। কোন বহিস্কার নেই। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি বলে জানিয়েছেন একাডেমিক সুপারভাইজার এবং কেন্দ্র সচিবগণ।

আরও পড়ুন