পিকআপ ভ্যান থেকে বিস্কুট চুরির অপরাধে গ্রেপ্তার-৪
চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান গোল্ডমার্কের বিস্কুটসহ একটি ডেলিভ্যারী ভ্যান থেকে বিস্কুট চুরির অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম-আনোয়ারা মহাসড়কের কর্ণফুলীর শাহমিরপুর বড় উঠান সংলগ্ন গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় একটি নাম্বারবিহীন অটোরিকশা, ২টি ছোরা, ৪ কার্টুন গোল্ডমার্কের বিস্কুট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন মো. নুর নবী (৪০), মো. মফিজ (২০), মো. আরিফুল ইসলাম (২৩) ও মো. জাভেদ প্রকাশ আকাশ নাথ (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মামুন ও তার ভাই গোল্ডমার্ক কোম্পানির বিস্কুটভর্তি পিকআপ নিয়ে যাওয়ার সময়ে সংঘবদ্ধ এ ডাকাতদলের সদস্যরা গাড়ির ত্রিপল কেটে বিস্কুট চুরির চেষ্টা করেন। এ সময় বাধা দিতে চাইলে গাড়ির ড্রাইভার ও হেলপারকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে বিস্কুট নিয়ে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে তাৎক্ষণিক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আটককৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী।