চন্দনাইশে দুই এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠান
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক’র বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রাণী সরকার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) প্রমিত কুমার চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুন সহ উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত সহকারি কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় ।
উল্লেখ্য, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী সততা, নৈতিকতা এবং সাহসিকতার সাথে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন তিনি। উপজেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাত ৮ টার পর উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে নিয়মিত বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান চালিয়ে ব্যাপক সফলতার পরিচয় দিয়েছেন। জানা গেছে, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে ২০২১-২০২২ অর্থবছরে সাধারণ খাতে ভূমি উন্নয়ন কর আদায়ের হার ছিল শতভাগ, অর্পিত সম্পত্তি থেকে ইজারা আদায়ের হারও ছিলো শতভাগ। এসময়কালে উপজেলায় দীর্ঘদিনের পেন্ডিং মিস মামলাগুলোও নিষ্পত্তি করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস।
অপরদিকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক গত ২০১৯ সালের ৮ এপ্রিল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এরপর এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চন্দনাইশ উপজেলায় যোগদান করেছেন। দীর্ঘদিন যাবত ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা, সততা, নৈতিকতা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।