চন্দনাইশের নতুন এসিল্যান্ড জিমরান মোহাম্মদ সায়েক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জিমরান মোহাম্মদ সায়েক।

বুধবার (৩১ আগস্ট) চন্দনাইশে এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের পর বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর নিকট থেকে দায়িত্বগ্রহণ করেছেন।

৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২০১৯ সালের ৮ এপ্রিল থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এরপর এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চন্দনাইশ উপজেলায় যোগদান করেন। দীর্ঘদিন যাবত ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা, সততা, নৈতিকতা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
জিমরান মোহাম্মদ সায়েক এর বাড়ি কক্সবাজার জেলার পৌরসভা সদরে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই সহ সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়েছেন। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।’

আরও পড়ুন