বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাড়ে ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর বোয়ালখালীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন
বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এ,এস,আই ( নিরস্ত্র) শাহ আলমের নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশের টীম।

বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোটরযান পার্কিং, যাত্রী ও পণ্য উঠানামার নির্ধারিত স্থান ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানোর দায়ে সড়ক ও পরিবহন আইনে ৫ টি মামলায় ৫ হাজার ৫’শত টাকা ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও রাস্তার জায়গা দখল করায় ৩ টি দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে।

বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন জানান, সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। এরপর তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন