পাহাড় কেটে করছে সাবাড়, স্ক্যাভেটর জব্দ এবার

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে পৃথকভাবে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নাপোড়া এলাকার শামসিয়াঘোনা ও নাপোড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মু. মাহমুদুল হাসান।

অভিযান পরিচালনাকালে এ সময় অবৈধভাবে পাহাড়কাটা রোধে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকার শমসিয়াঘোনায় পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করে একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজিত কান্তি বৈদ্যর জিম্মায় দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মু. মাহমুদুল হাসান বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।

আরও পড়ুন