পটিয়ায় অগ্নিকান্ডে ১৪ বসতঘর ক্ষতিগ্রস্থ

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ১৪ বসত ঘরের ১৭ পরিবার। এতে নগদ টাকা, স্বর্ণলংকার, আসবাবপত্রসহ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হুলাইন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ছাড়াও ফায়ার সার্ভিসের টিম দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগেই নি:স্ব হয়েছে ১৪টি পরিবার। পরিবারগুলো হলো মো. ইলিয়াছ, মো. ইদ্রিস, মুন্নি আকতার, মো. শাহজাহান, মো. হারুন, মো. মুছা, মো. ছত্তার, মনছুর, আজগর, আবদুল খালেক, আবদুল মালেক, আবু বক্কর, হাফেজ মাহমুদুল হক, আলমগীর, সাজিয়া বেগম। আগুনে পার্শ্ববর্তী আবদুল হাকিম ও রানা করিমের বসত ঘরও আংশিক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের মত পরিবারের লোকজন ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে একে একে ১৪টি বসত ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে কেউ হতাহত হয়নি।

ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন ও স্থানীয় চেয়ারম্যান ফৌজুল কবির কুমার খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রুমা আকতার জানিয়েছেন, রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আগুনে নি:স্ব হয়েছে ১৪টি পরিবার। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে আগুনের সূত্র হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুর রহমান জানিয়েছেন, হুলাইন গ্রামটি ঘনবসতি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের টিম আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন