রাতের বেলায় কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে চন্দনাইশের ইউএনও

চলছে শীতকাল। পৌষ মাসের এই শীতের রাতে বইছে কনকনে হাওয়া। কনকনে শীতকে উপেক্ষা করে রাতের বেলায় হতদরিদ্র গরিব অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের শীত নিবারণের জন্য কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই কম্বল বিতরণ করছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বৈলতলী ও কেশুয়া এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি। প্রশাসনের এই কর্মকর্তাকে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিল হতদরিদ্র শীতার্ত মানুষগুলো। কম্বল বিতরণকালে তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন, এই শীতে অনেক গরিব অসহায় শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।

আরও পড়ুন