চট্টগ্রামের রাউজানে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি পাশের উপজেলা রাঙ্গুনিয়া থেকে ছেড়ে এসে শহর দিকে যাচ্ছিলেন।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চুয়েট সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট সংলগ্ন এলাকায় বাসটি (চট্ট-মেট্রা-ব-০৫-০২২২) উল্টে যায়। এতে অন্তত ৩০জন আহত হয়েছেন।
এবিষয়ে চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘যাত্রীবাহী একটি বাস উল্টে প্রায় ৩০ জনের মত যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের তৎপরতা চলছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।