পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের ইন্তেকাল

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা ৩টায় নিজ বাসভবন পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল গ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিনপুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি গত কয়েকমাস ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক এটিএম তোহা, সহ সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক গোলাম কাদের, যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোরশেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, কার্যকরি সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি, সামাজিক , সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন