চুনতিতে শুরু হলো ১৯দিনব্যাপী সীরাতুন্নবী মাহফিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৫৪তম আসর । রবিবার ( ১৫ সেপ্টেম্বর) বাদ যোহর প্রথম অধিবেশনের মধ্য দিয়ে এ মাহফিলের শুভ আরম্ভ হয়েছে। ১৯দিনব্যাপী এই মাহফিল শেষ হবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ফজরের নামাজের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে।

ঐতিহাসিক সীরাতুন্নবি মাহফিলের ৫৪তম বছরের আয়োজনের উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

আবুল কালাম আযাদের সভাপতিত্বে ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা হাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে কোরআন তেলওয়াত করেন দক্ষিণ সুখছড়ি আব্দুল খালেক শাহ ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিন মুনিরী নাআতে রসুল পেশ করেন চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন মুসা, ছদরে মাহফিল পেশ করেন আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম।

এবারের ১৯ দিনব্যাপী ৫৪ তম সীরত মাহফিলের জন্য বাজেট করা হয়েছে ৫ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যাহা দেশ-বিদেশের বিভিন্ন ভক্তগণের অনুদানে সংগ্রহ করা হবে। এছাড়াও মাহফিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রসাশনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

আরও পড়ুন