গ্রেট মাদার ফাতেমা বেগমের ১৬ তম মৃত্যুবার্ষিকী

মিরসরাই উপজেলার গ্রেট মাদার আলহাজ্ব ফাতেমা বেগমের ১৬ তম মৃ’ত্যুবার্ষিকী শুক্রবার (৫ জুলাই)। ২০০৯ সালের এইদিনে তিনি ইন্তেকাল করেন। উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে ফাতেমা গার্লস হাই স্কুল, ফাতেমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমা পল্লী শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র, ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে স্মৃতিচারণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব ফাতেমা বেগমের পরিবারের পক্ষ থেকে কবর জেয়ারত, কোরআনখানী, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ঢাকাস্থ বৃট্রিশ হাই কমিশনার স্যার টিয়ার্স ষ্টিটন স্বপত্নীক ফাতেমা বেগমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে আসেন। তখন তারা ফাতেমা বেগমকে গ্রেট মাদার উপাধিতে ভূষিত করেন।