মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার কমিটি গঠন, সভাপতি শফিউল আজম; সম্পাদক শহিদুল ইসলাম রিপন

মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার দুই বছর মেয়াদী (২০২৪-২০২৫) কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের মধ্যদিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের ১৫ টি পদের মধ্যে ১৩ টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় তারা নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩৬ ভোটারের মধ্যে ১২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন তম্মধ্যে ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শফিউল আজম, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জহিরুল ইসলাম ভূঁইয়া পান ২০ ভোট, অপরদিকে ৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম রিপন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গোলাম মর্তুজা পান ৩৪ ভোট। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জয়নাল আবেদীন, দস্তগীর ভূঁইয়া রাজু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক আলিম উল্ল্যাহ রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামছুজ্জামান শাকিল, সামাজিক ও ধর্মীয় সম্পাদক মঈন উদ্দিন মনি, কার্যকরী সদস্য আলতাফ হোসেন লিটন, কামরুল ইসলাম ও দিদারুল আলম।
নির্বাচন পর্যবেক্ষণ করেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য এমরানুল হক, করেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন, উত্তরা ব্যাংক মাটিরাঙ্গা উপ-শাখার সিনিয়র অফিসার দীন মোহাম্মদ দিলু, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সংবাদ কর্মী আকতার হোসেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান। এসময় সংগঠনের উপদেষ্টা, উচ্চ পরিষদ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ৪ এপ্রিল প্রতিভা সংঘ নামে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০০৪ সালে জাগ্রত প্রতিভা নামে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন