চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য ক্রয়কৃত চার পরিবারের ২টি গরু ও ২টি মহিষ মিনি ট্রাকে করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদের মারধরে আরিফ নামের এক যুবক আহত হয়েছেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া দিলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় ডাকাতদল।
শুক্রবার (৮ জুলাই) ভোর ৩টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী নোয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।
গরুর মালিক নুরুল আমিন বলেন, বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাত দুইটার পর সংঘবদ্ধ ডাকাতদল চার পরিবারের ঘর থেকে কোরবানির পশু মিনি ট্রাকে করে নিয়ে গেছে। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত ছিল।
তিনি আরও বলেন, ডাকাতরা গুরু মিয়া বাড়ীর নুরুল আমিনের ৫৬ হাজার দামের ১টি গরু, হামিদ মেম্বারের বাড়ি থেকে আবদুল কাদেরের ১ লাখ ১০ হাজার দামের ১টি গরু, কাশেম মাস্টারের বাড়ির মো. লোকমানের ১ লাখ ২৫ হাজার টাকার ১টি মহিষ ও একই বাড়ি মো. আকতারের ১ লাখ ৫০ হাজার টাকা দামের ১টি মহিষ নিয়ে গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে পূর্ব গোমদণ্ডী নোয়া রাস্তার মাথায় কয়েকটি বাড়িতে হানা দেয় মুখোশ পরিহিত ডাকাতদল। একপর্যায়ে ডাকাতদলের মারধরে আরিফ নামের এক যুবক আহত হন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া দিলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয় একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা দেখা গেছে, ডাকাতদল মুখোশ করে স্থানীয় একব্যক্তির বাড়িতে প্রবেশ করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুর রজজাক বলেন,খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।