চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণে বিধ্বস্ত শেডের ভেতর থেকে মঙ্গল এবং বুধবার দুইদিনে দুইটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) দুপুরে হাড়গুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। গতকালও একটি খুলি ও হাঁড় উদ্ধার হয়েছিল।
জানা যায়, বুধবার সকালে বিএম ডিপোর বিধ্বস্ত শেড পরিস্কার করার সময় মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড়গুলো পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর সময় রাসায়নিক ভর্তি একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।
সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ আরো জানান, উদ্ধারকৃত হাঁড়গুড় ডিএনএ পরীক্ষা করে পরিচয় উদ্ধার করা হবে।