বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের শেখেরখীল মৌলভী বাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন (২০ জানুয়ারী) শনিবার শেখেরখীল বাহামনিখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে আতাউর রহমান সভাপতি, হরিণ প্রতীকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতীক নিয়ে মো. শাহজাহান হাবীব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ন-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার চৌকিদার, বিনা প্রতিদ্বন্ধিতায় অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ শফিউল আলম, সদস্য নির্বাচিত হয়েছেন নুরুল আলম, ফজল করিম, নুরুল ইসলাম।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলানা নজির আহমদ, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান, মাষ্টার গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, এস.এম দেলোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিকেল আড়াইটায় যথারীতি সম্পন্ন হয়। ৯ জন সদস্যের এই কমিটির মেয়াদ আগামী ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে।