চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ নুর মোহাম্মদ (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় সরল বাজার থেকে তাকে গ্রেফতার করে বলে বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বড় বস্তার ভিতর হতে দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া নুর মোহাম্মদ বাঁশখালীর সরল হাজীরখিল এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র।
র্যাব-৭ জানান সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে আসছিল। দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়েছে।