আনোয়ারায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার(৩ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন।
শিক্ষক এরফান উদ্দিনের সঞ্চালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিদওয়ানুল হক, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ কলেজ, স্কুল, মাদ্রাসা, কারিগরী কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, স্কুল,কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, কেরাত, হামদ/নাথ, বাংলা রচনা, ইংরেজি রচনা, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীতে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষণে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বিজ্ঞান,বাংলাদেশ স্টাডিজে বিভিন্ন ক্যাটগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।