চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তাসলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে বোয়ালখালী উপজেলার খিদিরপুর এলাকার স্বামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত তসলিমা আক্তার বোয়ালখালী উপজেলার উত্তর করলডেঙ্গা গ্রামের জালাল আহম্মদের মেয়ে।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) রায়হান উদ্দিন মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা বলেন, স্বামী আরিফুল ইসলামের তিনি দ্বিতীয় স্ত্রী। স্বামীর প্রথম বিয়ে সম্পর্কে সবকিছু জেনেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তাকে কম টাকা-পয়সা দিতেন। কিছুদিন আগে চট্টগ্রাম শহরে থাকা নিজের ফ্ল্যাটটি প্রথম স্ত্রীকে দিয়ে দেন স্বামী। এতে ক্ষিপ্ত হন। পরে স্বামীকে ফাঁসানোর জন্য ৪৯০ পিস ইয়াবা কিনে এনে বাসায় রাখেন তিনি। স্থানীয় লোকদের মাধ্যমে ইয়াবা রাখার বিষয়টি তসলিমা পুলিশকে জানান।
তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার খিদিরপুর বাসায় অভিযান চালায় র্যাব। পরে খবর দেওয়া গৃহবধূ তসলিমাকে তল্লাশি করা হলে তিনি নিজ থেকেই ৫০ পিস ইয়াবা বের করে দেন। এ সময় ওই রুম থেকে আরও ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুরো বিষয়টি তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।