জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তম্মধ্যে অন্যতম মাসব্যাপী কালো ব্যাজ ধারণ ও বৃক্ষরোপণ কর্মসূচী। তারই ধারাবাহিকতায় মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে বারইয়ারহাট কলেজ, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ভিপি ও ম্যানেজার এএসএম ওয়াকার উদ্দিন, অফিসার জিয়া উদ্দিন, জুনিয়র অফিসার নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াছিন, শেখ ফয়সাল আলম, বারইয়ারহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হুদা, সহকারী শিক্ষক ইমাম মেহেদী হাসান, হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ভিপি ও ম্যানেজার এএসএম ওয়াকার উদ্দিন বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচী গ্রহণ করা হয়। তম্মধ্যে অন্যতম মাসব্যাপী কালো ব্যাজ ধারণ ও বৃক্ষরোপণ কর্মসূচী। তারই ধারাবাহিকতায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার উদ্যোগে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।