আবদুর রাজ্জাক বোয়ালখালীর থানার নতুন ওসি

বোয়ালখালী প্রতিনিধি :: চট্টগ্রামের বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.আবদুর রাজ্জাক।

সোমবার ( ২৭জুন ) থেকে তিনি বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে (২৬জুন) রাতে নতুন ওসি মো.আবদুর রাজ্জাককে বরণ ও ওসি আবদুল করিমকে বিদায় উপলক্ষে বোয়ালখালী থানায় পটিয়া সার্কেল তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, বিদায় ওসি মোঃ আবদুল করিম, নবাগত ওসি আবদুর রাজ্জাক, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল ও বোয়ালখালী থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২০২০সালের ২০ মার্চ বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন বিদায়ী ওসি মোঃ আবদুল করিম ।দীর্ঘ ২ বছর ৩ মাস বোয়ালখালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর ওসি আব্দুল করিমকে সিএমপি কার্যালয়ে এক আদেশে বদলি করা হয়।

এদিকে নবাগত ওসি আবদুর রাজ্জাক বোয়ালখালী থানায় যোগদানের পূর্বে তিনি চট্টগ্রামের হাটহাজারী সার্কেল অফিসের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রাজ্জাক বলেন, আমার প্রথম কাজ হবে বোয়ালখালীর সকল নাগরিককে সেবা প্রদান করা। তিনি সকল সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন