রাউজান প্রেস ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলা জুড়ে ৫ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৮ জুলাই) দুপুর দুইটায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে দুই কিলোমিটার দীর্ঘ সড়কের উভয় পাশ্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ।
এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন দে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনসারী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রায়হান ইসলাম প্রমুখ।