পতেঙ্গায় ইফতার বিতরণ করলেন সীওয়েভ মেরিনের শেখ সামিদুল

সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ মো: সামিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গায় স্পীড বোট, লাল বোট চালক ও হেল্পারদের মাঝে ইফতারবিতরণ করেছেন।

৩০ মার্চ (বৃহস্পতিবার) স্পীড বোট ও লাল বোটের প্রায় ২৫০ জন চালক হেল্পারদের মাঝে তিনি ইফতার বিতরণ করেন।

এ সময় লায়ন শেখ মো: সামিদুল হক বলেন, “ পবিত্র মাহে রমজান ও ইসলামের মূলনীতি হলো সমাজে একে অন্যের পাশে দাঁড়ানো। আমাদের শিপিং ব্যবসায়ের সাথে এই স্পীড বোট ও লাল বোটের চালক হেল্পাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া আমার প্রতি তাদের অসামান্য ভালোবাসার কাছে এই উদ্যোগ খুবই সামান্য। শিপিং ব্যবসায়ের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের মাঝেও ইফতার বিতরণ করা হবে ইনশাল্লাহ।

উল্লেখ্য, লায়ন শেখ মো: সামিদুল হক শিপিং, ফ্রেইট ফরোওয়ার্ডিং, আইটিসহ নানা ব্যবসার সাথে জড়িত। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও রয়েছে তার সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডিং এসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার অর্থ সম্পাদক।

আরও পড়ুন