চট্টগ্রাম প্রতিদিন সম্পাদককে হয়রানির নিন্দা সিইউজে’র

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের মামলা-হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টিকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের নেতারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে দায়ের করা চারটি মামলায় আসামি হয়ে সিইউজে সদস্য চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারসহ পত্রিকা সংশ্লিষ্টরা দুই বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন। নেতৃবৃন্দ এ ধরনের ঘটনাকে ‘সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি’ বলে উল্লেখ করে এসব মামলা ও সাংবাদিকদের প্রতি হুমকির তীব্র নিন্দা জানান।

সিইউজে নেতারা বলেন, কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্যে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে পেশাগত কারণে সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন