চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় সংবর্ধনা সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা আড়াইটায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।

আরও পড়ুন