সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার অংশ হিসেবে সম্প্রতি জনপ্রিয় ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড (এলবিএসএল) এর আগ্রাবাদে অবস্থিত রিজিওনাল অফিস পরিদর্শন করেছেন। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ সফরের আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অফিস কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা দেন লংকাবাংলা সিকিউরিটিজ, চট্টগ্রাম এর রিজিওনাল চিফ মোহাম্মদ আমির হোসেন।
কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত এই সফরে বিবিএ’র ১২ জন শিক্ষার্থী অংশ নেন । পরে আন্তরিক সহযোগিতার জন্য লংকাবাংলা সিকিউরিটিজ এর কর্মকতার্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।