শহীদ ওয়াসিম, তানভীর, রাব্বিরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। যাদের রক্তের বিনিময়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, স্বৈরাচারী ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই সব বীর শহীদদের রক্ত বৃথা দিতে দেয়া যায়না। যারা তাদের রক্তের সাথে বেঈমানী করার চেষ্টা করবে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলে দাবি করেছেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হান।
শনিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামে শহীদ ওয়াসিম, তানভীর, রাব্বি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হান ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের নেতৃত্বে
মিছিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক, মিজান, যুগ্ম আহবায়ক ( দপ্তর) আকতার হোসাইন পলাশ, কলেজ ছাত্রদলের সদস্য শান্ত বড়ুয়া, আরাফাত হোসেন, জিন্নাহ্, সিয়ামসহ অনেকে।