চট্টগ্রামে গণপূর্ত ঠিকাদার সমিতির কমিটি গঠিত

চট্টগ্রাম গণপূর্ত ই/এম ঠিকাদার সমিতির তিন বছর মেয়াদী ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। গণপূর্ত ই/এম তালিকাভুক্ত ঠিকাদার সমিতির সভাপতি হয়েছেন মোঃ আবু মুসা ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে নগরীর আগ্রাবাদস্থ গণপূর্ত ভবনে সমিতি কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আহমেদ কবির, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. সোয়াইব হোসেন উজ্জ্বল, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কাসেম, অর্থ সম্পাদক মো. আব্দুল, সদস্য যথাক্রমে আরাফাত হোসেন রাজু, মোঃ মোস্তফা, মোঃ শফিউল আজম, আলিফ আল সাকিব, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ কামরুজ্জামান পিন্টু।

আরও পড়ুন