বাংলাদেশের ভুখন্ডের সকল ধর্মের, জাতি গোষ্ঠির অধিকার এবং দেশীয় গৌরবময় পরিচয় নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশের চেতনাকে ধারণ করে রাজনীতি শুরু করেছিলো। এদেশের ধর্ম-বর্ণ, সম্প্রদায়, জাতি, উপজাতি সকলের সমান অধিকারে বিশ্বাসী একমাত্র দল বিএনপি। কোনো ভাষা বা ধর্মীয় ভাবধারায় জাতীয়তাবাদে বিশ্বাসী নয় বলেই বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি প্রবর্তণ করেছিলো। আর সেটাই সবচেয়ে অসাম্প্রদায়িক দর্শণ হিসেবে এদেশের মানুষ গ্রহণ করেছে বলে দাবী করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে আসন্ন প্রবারণা পূর্নিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের ভৌগলিক সীমারেখায় বসবাসরত সকল নাগরিকের স্বার্থ সংরক্ষণই বিএনপি’র নীতি। এখানে কোনো সম্প্রদায়কে ছোট করে দেখার সুযোগ নেই। হিন্দু-বৌদ্ধ-খৃষ্টানসহ সব ধর্মে বিশ্বাসীদের অধিকার রয়েছে সমানভাবে। আওয়ামী লীগ তাদের স্বার্থ হাসিলে নানা প্রচার ও কৌশল অবলম্বন করলেও দেশের মানুষ তাদের এসবে বিশ্বাস করে না। দেশে যত সাম্প্রদায়িক নির্যাতন সব আওয়ামীদের হাতেই হয়েছে বলে তিনি দাবি করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রকৌশলী দিপু বড়ুয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবু চন্দ্রগুপ্ত বড়ুয়া, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি বাবু পারদর্শী বড়ুয়া, রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, বান্দরবন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চনু মং মারমা, বান্দরবন জেলা কৃষক দলের সভাপতি অংজ মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন। বৌদ্ধ জনগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কমল জ্যোতি বড়ুয়া, সাচিং মারমা, সুজন বড়ুয়া, বিনয় চাকমা, তিলক বড়ুয়া, সজল বড়ুয়া, পলাশ মারমা, উক্রাচিং মারমা, মোহন বড়ুয়া, তন্ময় বড়ুয়া প্রমুখ।