চট্টগ্রামে নির্মম খুনের শিকার শিশু আয়াতের বাসায় বিএনপি নেতৃবৃন্দ

চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া শিশু আয়াতের বাড়ীতে গিয়ে তার মা-বাবা ও স্বজনদের পাশে দাড়িয়ে সমবেদনা জ্ঞাপন এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবন্দ। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনসহ সিনিয়র নেতৃবন্দ নিহত আয়াতদের বাসায় যান।

এসময় ডাঃ শাহাদাত হোসেন বলেন, অমানবিক হত্যাকান্ডের প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা বিএনপি’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি অসহায় পরিবারের পাশে সব সময় ছিল, এখনো আছে। আমরা এই হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আপনাদের পাশে থাকবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম-আহবায়ক মোঃ মিয়া ভোলা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ.এম রাশেদ খান, ইপিজেড থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, নগর বিএনপি নেতা নুরুজ্জামান, নগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমূখ।

আরও পড়ুন