চট্টগ্রামে মোবাইলসহ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় চিৎকার শুনে পুলিশ ধাওয়া দিয়ে মোঃ রিফাতুল ইসলাম (২৪) নামে ওই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ছিনতাইকারী রিফাত পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্ব পানপট্টি গ্রামের বাদশা মিয়া খলিফার পুত্র।

জানা যায়, চট্টগ্রাম নগরীর ইপিজেড পুলিশ বক্সের সামনে থেকে মোছাম্মৎ সোনিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মোবাইল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো রিফাত। এ সময় চিৎকাই হইগুল্লোড় শুনে পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। এসময় তার কাছে ছিনতাইকৃত মোবাইলটি পাওয়া যায়।

সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগে সার্জেন্ট (প্রসিকিউশন) মেহেদি হাসান লরেন্স জানান, মহিলার আর্ত চিৎকার শুনে ইপিজেড মোড়ে কর্তব্যরত সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ছিনতাইকারী মোঃ রিফাতুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মোবাইলটি উদ্ধার করে পোষাককর্মী সোনিয়ার হাতে তুলে দেন সার্জেন্ট জহিরুল ইসলাম। আটক হওয়া রিফাত পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন